Barak Valley

করিমগঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে ২০২৩ সালের ৬ জুলাই পুর এলাকার যানবাহন ব্যবস্থাপনা সভার সিদ্ধান্ত অনুসারে গৃহীত ব্যবস্থাগুলির যথাযথ রূপায়ণ করতে করিমগঞ্জ শহরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন। ওই সভার সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থাগুলি হচ্ছে শহর এলাকার সব ধরনের বাণিজ্যিক যানবাহনের টার্মিনাস হচ্ছে কানিশাইল, যেখানে বাণিজ্যিক যানবাহন গুলি পার্ক করা থাকবে এবং সেখান থেকে যাত্রীদের যানবাহনে তোলা হবে।

এতে হালকা বাণিজ্যিক যান একটি সুমো, একটি ক্রুইজার, একটি টাটা ম্যাজিক এবং একটি এপিই যান শুধু একবারের জন্য নবগ্রহ মন্দির এবং প্রিয় বিবাহ ভবনের সম্মুখের অস্থায়ী পার্কিংয়ে যাত্রী উঠানামা করবেন।এদিকে বাণিজ্যিক হালকা যানবাহনকে নবগ্রহ মন্দির ও প্রিয় বিবাহ ভবনের সম্মুখে অস্থায়ী পার্কিংয়ে যাত্রী নামানোর অনুমতি দেওয়া হয়েছে তবে যাত্রী নামানোর পর তৎক্ষণাৎ ওই যান গুলিকে পার্কিং স্থান ত্যাগ করতে হবে। এতে শহরের মেইন রোডে কোন ধরনের বাণিজ্যিক যানে যাত্রী উঠা-নামা করাতে পারবে না। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ, ট্রাফিক ব্রাঞ্চ ও জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিম থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button