Barak Valley

করিমগঞ্জ সরকারি হাসপাতালে ফের শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

করিমগঞ্জ : মৃত নবজাতকের জন্ম নিয়ে উত্তেজনা ছড়াল করিমগঞ্জ সরকারি হাসপাতালে৷ আসতে হল স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলাশাসক সহ উত্তর করিমগঞ্জের বিধায়ককে৷ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ এই ঘটনার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয় পরিবারের পক্ষে৷

জানা গেছে, প্রসব বেদনা অনুভব করলে শুক্রবার রাত ১২টা নাগাদ বাখরশাল এলাকার আব্দুল শুব্বুর তার স্ত্রীকে (সামসুন্নেসা বেগম) করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসেন৷ কর্তব্যরত নার্স প্রসূতির ডেলিভারি করান৷ কিন্তু মৃত শিশুর জন্ম হয়৷ অভিযোগ, বারবার চিকিৎসককে ডাকলেও on call চিকিৎসক এ কে তাপাদার কোন ভাবেই আসেননি৷ পরিবারের অভিযোগ চিকিৎসক সঠিক সময় আসলে মাতৃ গর্ভে শিশুর মৃত্যু হতো না৷

এ নিয়ে উত্তেজনা প্রসমনে আসতে হয় অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবীকে৷ ছুটে আসেন পুলিশও৷ আসেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে৷ বানানো হয়েছে তদন্ত কমিটি৷ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত সুপার লিপি দেব সিনহা, আশিস বিশ্বাস সহ আরও দু’জন৷

Show More

Related Articles

Back to top button