করিমগঞ্জ সিভিল হাসপাতালে পৃথক থ্রি-ফেজ বিদ্যুৎ সংযোগ স্থাপন
করিমগঞ্জ : করিমগঞ্জ সিভিল হাসপাতালে সম্প্রতি ICU সহ এর বিভিন্ন unit-র ১টি পৃথক থ্রি-ফেজ বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে৷ বুধবার অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ মৃন্ময় দেব একথা জানিয়েছেন৷ নতুন পরিষেবার ফলে হাসপাতালের সক্ষমতা অনেকটা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি৷ ডাঃ দেব জানান, এই upgrade বিদ্যুতের ব্যর্থতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ গুলো কাটিয়ে উঠতে, নির্বিঘ্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে এবং রোগীর চিকিৎসার protocol উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ তিনি বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতাল উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ICU-তে ১টি নিরবিচ্ছিন্ন থ্রি-ফেজ সংযোগ করায় তা সহায়ক হবে৷ এই গুরুত্বপূর্ণ upgrade-কে বাস্তবায়িত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং stack holder-দের কাছ থেকে প্রাপ্ত সহায়তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসন এবং APDCL-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷