Barak Valley

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৬-৮ এপ্রিল স্বাস্থ্যসেবা উৎসব আয়োজন

জনসংযোগ, করিমগঞ্জ : গুণোৎসবের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৬-৮ এপ্রিল স্বাস্থ্য সেবা উৎসবের আয়োজন করা হচ্ছে৷ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের একজন কর্মকর্তা ও SMCH-র ১জন faculty-কে নিয়ে গঠিত ৪৩টি দল দিনগুলিতে ১টি জেলা হাসপাতাল, ৮টি community health centre এবং ২৯টি PHC-র বাহ্যিক মূল্যায়ন করবেন৷

এই উদ্দেশ্যে বুধবার বাহ্যিক মূল্যায়নকারীদের প্রশিক্ষণ করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে৷ এতে ডাঃ জামাল আহমেদ চৌধুরী, SDMO (ayur), সুমন চৌধুরী, DME, NHM, Resource Person হিসাবে উপস্থিত ছিলেন৷

এ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ রাজীব বরুয়া জানান, মূল্যায়ন কর্মসূচি স্বাস্থ্য বিভাগকে হাসপাতালের উন্নতির জন্য ভবিষ্যতের কর্মপন্থা তৈরি করতে অবশ্যই সহায়তা করবে৷ এতে NHM-র DPMO হানিফ মোহাম্মদ জানান, অভ্যন্তরীণ মূল্যায়নকারীরা ইতিমধ্যে তাদের স্তরে মূল্যায়ন করছেন৷

একই সঙ্গে চলছে শূন্যস্থান পূরণের কাজ৷ এই কার্যক্রম সম্পর্কে জেলাশাসক মৃদুল কুমার যাদব আশা ব্যক্ত করে বলেন, মূল্যায়নের এই বহু বিভাগীয় পদ্ধতি স্বাস্থ্য পরিষেবা প্রদানে অভূতপূর্ব পরিবর্তন আনবে৷ তিনি আরও বলেন যে, মূল্যায়নের পর স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদ্ধতি আরও রোগী-বান্ধব হবে৷

Show More

Related Articles

Back to top button