Barak Valley

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে স্বাধীনতা দিবস উদযাপন

জনসংযোগ, করিমগঞ্জ, ১৬ আগষ্ট : ৭৭তম স্বাধীনতা দিবসের অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগ করিমগঞ্জের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. রাজীব বরুয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পরে অফিস ক্যাম্পাসে অফিস কর্মীদের জন্য ডায়াবেটিস এবং হাইপারটেনশন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ড. বি. কে. সরকার। এদিকে জাতীয় নগর স্বাস্থ্য মিশনের অধীনে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে একটি বিশেষ আউটরিচ ক্যাম্পের আয়োজন করা হয়। ডা. রিতম দাস, শিশুরোগ বিশেষজ্ঞ, ডা. অভিনন্দ দাস, ডা. মো. ইকবাল জোহর সহ তাদের প্যারামেডিকদের দল ২৪৫ জন রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি, অসংক্রামিত রোগ এবং ভেক্টর বাহিত রোগ সম্পর্কে সচেতনতা করা হয়।করিমগঞ্জ সিভিল হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ৪০ জন ব্যাক্তি রক্ত দান করেন। পাশাপাশি, চক্ষু বিভাগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এতে ডা. গৌতম রায় শর্মা এবং ডা. শুভাশিস দে ৬০ জনের চোখ পরীক্ষা করেন। রোগীদের ৪০ জনকে চশমা দেওয়া হয়েছে। মোবাইল মেডিকেল ইউনিট দ্বারা করিমগঞ্জ এবং বারইগ্রামে প্রবীণ নাগরিকদের বাড়িতেও স্বাস্থ্য স্ক্রীনিং করা হয়েছে। ফলমূলও বিতরণ করা হয়। এদিকে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে জেলাজুড়ে ৬ জন আশা কর্মীকে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধিত আশা কর্মীরা হলেন শিল্পী দাস করিমগঞ্জ আরবান, রামকৃষ্ণ নগর বিপিএইচসি-র অধীনে সমীরুন নেসা, নিলমবাজার বিপিএইচসি-র অধীনে চঞ্চলা নমশূদ্র, কচুয়াদম বিপিএইচসি-র অধীনে হুমারা বেগম, পাথরকান্দি বিপিএইচসি-র অধীনে রিনা রানী দাস এবং গিরিশগঞ্জ বিপিএইচসি-র অধীনে সারিফা বেগম।

Show More

Related Articles

Back to top button