Barak Valley

কাঁচাকান্তি মন্দিরে পুজো দিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু

পাথারকান্দি : রবিবার উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরের ৪৬তম বার্ষিক উৎসবের ২য় দিন ছিল৷ এ উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গণে৷ শনি ও রবিবার ২ দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হল এবারের বার্ষিক উৎসব৷ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজের নির্বাচনী এলাকার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি এবং এক ঝাঁক বিজেপি নেতা ও কর্মীকে সঙ্গে নিয়ে রবিবার উপস্থিত হন উধারবন্দের কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে৷ পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার সকল জনসাধারণের মঙ্গল কামনায় করেন পূজার্চনাও৷ পূজার্চনা শেষে সকলের সঙ্গে বসে গ্রহণ করেন মহাপ্রসাদ৷ এরপর মন্দির কমিটি ও মন্দিরের পূজারির সঙ্গে আলোচনা করেন৷

বিজেপির রাজ্য চা-মোর্চার কার্যকরী সদস্য পাপ্পু গোয়ালা জানিয়েছেন, বিধায়ক খুবই ধর্মপরায়ণ লোক৷ তিনি সকলের জন্য মঙ্গল কামনা করে থাকেন৷ তিনি সকলকে নিয়ে উন্নত এক পাথারকান্দি গড়তে চান৷

এদিন বিধায়কের সঙ্গে ছিলেন ডেঙ্গারবন্দ জিপি ও এপি সদস্য মণিরাজ কুর্মী, পুতনী জিপি সভানেত্রী মতিলাল গোয়ালা, চন্দখিরা জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠি, ইছাবিল সভাপতি রামেশ্বর ছেত্রী, কলকলিঘাট এপি সদস্য সন্তোষ কানু, হাতিখিরা সভাপতি গোপালচান্দ কানু সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মকর্তারা৷

Show More

Related Articles

Back to top button