Barak Valley

কাঁঠিলতলিতে সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

লোয়াইরপোয়ায় প্রায় সাড়ে ১২ কোটির রাস্তার কাজের সূচনায় বিধায়ক

পাথারকান্দি : পাথারকান্দির সীমান্তবর্তী কাঁঠালতলিতে একটি পাকা সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে কাঁঠালতলির বাঘবস্তি থেকে পুরাতন স্টেশন রোড ভায়া বাংলাতল অবধি সড়ক নির্মাণে ১২ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ হয়৷ সেই প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে তথ্য ফলক উন্মোচন করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ তিনি বলেন, এক সময় পাথারকান্দির অবস্থা খুবই শোচনীয় ছিল৷ এখন পাথারকান্দিতে সার্বিক উন্নতি ঘটেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর সুনজর রয়েছে পাথারকান্দির প্রতি৷ যখনই পাথারকান্দির সমস্যার কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে প্রকল্প বরাদ্দ করেছেন৷ আগামী দিনে কাঁঠালতলিতে আরো প্রকল্প বরাদ্দ হবে৷ এদিন উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, ঠিকাদার আব্দুল বাসিত, জেলা সংখ্যালঘু মোর্চার উপ-সভাপতি আব্দুল মন্নান, স্থানীয় বিজেপির সেক্টর ইনচার্জ আব্দুল শুক্কুর, জিপি সভানেত্রী শিপ্রারানি কৈরি সহ আরও অনেকে৷

Show More

Related Articles

Back to top button