কাতারে মৃত্যুদণ্ড আট ভারতীয় নৌসেনার! আইনি ব্যবস্থা নিচ্ছে বিদেশমন্ত্রক
নয়াদিল্লি, 26 অক্টোবর: আটজন ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ড দিল কাতারের একটি আদালত ।
2022 সালের অগস্টে ওই আট আধিকারিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল । গত একবছরে বেশ কয়েকবার তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত । তারপরেই এদিন মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আদালত । আচম্বিত এই ঘটনায় কার্যত হতবাক দেশের বিদেশমন্ত্রক । তারপরেই একটি বিবৃতি জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ।
ওই বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, ”ঘটনায় আকস্মিকতায় আমরা স্তম্ভিত । ঘটনাক্রমের উপর নজর রাখা হচ্ছে । রায়ের বিস্তারিত কপির জন্য অপেক্ষা করছে বিদেশমন্ত্রক । আট নৌসেনা আধিকারিকের পরিবার ও আমাদের আইনি পরামর্শদাতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে । আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।”
গত বছর দোহায় গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য তৈরি করা কাতারের উন্নত সাবমেরিনে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে । 2019 সালে, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত হন, যা বিদেশী বসবাসকারী ভারতীয়দের দেওয়া সর্বোচ্চ সম্মান । সেই সময়ে একটি পোস্টে, দোহার ভারতীয় দূতাবাস বলেছিল যে বিদেশে ভারতের ভাবমূর্তি বাড়ানোর জন্য কমান্ডার তিওয়ারিকে এই পুরস্কার দেওয়া হয়েছে ।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, ”কাতার এমিরি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে । যার ফলে ভারত-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছে । তিনি প্রথম ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মী যিনি এনআরআই/পিআইওদের জন্য এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ।”
কমান্ডার তিওয়ারি দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং ভারতীয় নৌবাহিনীর অংশ থাকাকালীন বেশ কয়েকটি যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছিলেন ।