National

‘কামরূপ-কামাখ্যা’য় পঞ্চ কুমারী পুজো!

রি ঘোষ, দুর্গাপুর : আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘের এবারের দুর্গোত্‍সব ১৩ তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপ তৈরি করা হয়েছে কামরূপ কামাখ্যার মন্দিরের আদলে। মহা নবমী তিথিতে এখানে আয়োজিত হয় কুমারী পূজা। অন্যান্য জায়গায় অষ্টমী তিথিতে কুমারী পূজা হলেও এখানে স্বপ্নাদেশ পাওয়া নবমী তিথিতে কুমারী পূজা হয়।

মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমৃতদাস মহারাজ এই মন্দিরের দুর্গাপূজাকে সার্বজনীন রূপ দিয়েছেন। ইন্দ্রপ্রস্থ, পূর্বাচল আবাসন, ঋষি অরবিন্দ নগর সহ আশপাশের বহু এলাকার বাসিন্দারা এই মন্দিরে পুজোয় সামিল হন। সারা বছর মন্দিরে দুর্গা প্রতিমা বিরাজ করে। নিত্য সেবা হয় মা দুর্গার। তবে এখানে কুমারী পূজার একটি অভিনবত্ব রয়েছে। এই মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমৃত দাস মহারাজ স্বপ্নাদেশ পাওয়ার পর সেই বছর কতজন কুমারী মাতা পুজিতা হবে তা নির্ধারিত হয়। শহরের অন্যতম নিষ্ঠা নিয়জিত পুজো l

মন্দিরে নবমীর দিনকে কুমারী পুজোর আয়োজন। পঞ্চ কুমারী মাতাকে নিয়ে মহানবমীর মহাপুজোতে মন্দির প্রাঙ্গনে কুমারী পুজোর আয়োজন।

Show More

Related Articles

Back to top button