Updates

কায়স্থগ্রাম-দুর্গানগর সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত কায়স্থগ্রাম থেকে দুর্গানগর আশ্রমগামী সড়কে এমএমপিপিএনএ-এর অধীনে চলতি বিটুমিনের কাজ ও সড়ক নির্মাণের কাজ চলছে। এ জন্য ওই সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

লোকনিৰ্মাণ (পূর্ত) দফতরের দক্ষিণ করিমগঞ্জ টেরিটোরিরয়াল রোড সাব-ডিভিশনের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, চলমান কাজের জন্য ওই সড়কে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ১০ টনের অধিক ওজনের সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button