Updates
কায়স্থগ্রাম-দুর্গানগর সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত কায়স্থগ্রাম থেকে দুর্গানগর আশ্রমগামী সড়কে এমএমপিপিএনএ-এর অধীনে চলতি বিটুমিনের কাজ ও সড়ক নির্মাণের কাজ চলছে। এ জন্য ওই সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
লোকনিৰ্মাণ (পূর্ত) দফতরের দক্ষিণ করিমগঞ্জ টেরিটোরিরয়াল রোড সাব-ডিভিশনের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, চলমান কাজের জন্য ওই সড়কে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ১০ টনের অধিক ওজনের সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।