কালাছুপ আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন
সন্তানদের শৈশবেই দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা উচিত : বিজয়
রামকৃষ্ণনগর : শৈশবেই সন্তানদের দেশকে ভালোবাসতে শেখালে বড় হয়ে কখনই মন্দপথে যাবে না৷ বরং দেশকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালাবে৷ তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে যত্নবান হতে আহ্বান জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর পৌরসভার ১০ নং ওয়ার্ডের ১৫২ নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধনের পর বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন বিধায়ক৷
তিনি বলেন, শিশুমনে যা গেঁথে যায় তা চিরকাল স্মরণে থাকে৷ ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের খেলার ফাঁকে দেশকে নিজের মায়ের মতোই ভালোবাসতে শেখানোর কৌশল অবলম্বন করতে হবে৷ আর এই কাজ করতে পারেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী-সহায়িকা এবং পাঠশালার শিক্ষক-শিক্ষিকারা৷
বিধায়ক বলেন, সব শিশু মেধাবী হবে এমনটা নয়৷ কিন্তু ভালো হবে যদি পরিবেশ ভালো পায়৷ সব শিশু শিক্ষিত পরিবারের না-ও হতে পারে কিন্তু তাকে আদর দিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন শিক্ষকরাই৷ তাই এই বিষয়ে একটু খেয়াল রাখতে শিক্ষকদের অনুরোধ জানান তিনি৷
বিধায়ক আরও বলেন, কেন্দ্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বর্তায় কর্মী-সহায়িকা এবং সংশ্লিষ্ট কেন্দ্রের কমিটির উপর৷ তাই সরকারি প্রচেষ্টাকে সফল করার অনুরোধ জানান তিনি৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ও দুল্লভছড়া মন্ডল সভাপতিদ্বয় হীরেশ বিশ্বাস ও জিতেন্দ্র লাল রায়, রামকৃষ্ণনগর পৌরসভার পৌরনেত্রী প্রতিমা নাথ, জৈষ্ঠ নাগরিক কুঞ্জবিহারী নাথ, হেমেন্দ্র রায়, প্রাক্তন শিক্ষক স্বপ্নেন্দু নাথ, যুবমোর্চা রামকৃষ্ণ নগর মন্ডল সভাপতি সৌরভ দাস সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।