Barak Valley

কালাছুপ আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন

সন্তানদের শৈশবেই দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা উচিত : বিজয়

রামকৃষ্ণনগর : শৈশবেই সন্তানদের দেশকে ভালোবাসতে শেখালে বড় হয়ে কখনই মন্দপথে যাবে না৷ বরং দেশকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালাবে৷ তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে যত্নবান হতে আহ্বান জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর পৌরসভার ১০ নং ওয়ার্ডের ১৫২ নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধনের পর বক্তব্য পেশ করতে গিয়ে একথা বলেন বিধায়ক৷

তিনি বলেন, শিশুমনে যা গেঁথে যায় তা চিরকাল স্মরণে থাকে৷ ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের খেলার ফাঁকে দেশকে নিজের মায়ের মতোই ভালোবাসতে শেখানোর কৌশল অবলম্বন করতে হবে৷ আর এই কাজ করতে পারেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী-সহায়িকা এবং পাঠশালার শিক্ষক-শিক্ষিকারা৷

বিধায়ক বলেন, সব শিশু মেধাবী হবে এমনটা নয়৷ কিন্তু ভালো হবে যদি পরিবেশ ভালো পায়৷ সব শিশু শিক্ষিত পরিবারের না-ও হতে পারে কিন্তু তাকে আদর দিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন শিক্ষকরাই৷ তাই এই বিষয়ে একটু খেয়াল রাখতে শিক্ষকদের অনুরোধ জানান তিনি৷

বিধায়ক আরও বলেন, কেন্দ্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বর্তায় কর্মী-সহায়িকা এবং সংশ্লিষ্ট কেন্দ্রের কমিটির উপর৷ তাই সরকারি প্রচেষ্টাকে সফল করার অনুরোধ জানান তিনি৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ও দুল্লভছড়া মন্ডল সভাপতিদ্বয় হীরেশ বিশ্বাস ও জিতেন্দ্র লাল রায়, রামকৃষ্ণনগর পৌরসভার পৌরনেত্রী প্রতিমা নাথ, জৈষ্ঠ নাগরিক কুঞ্জবিহারী নাথ, হেমেন্দ্র রায়, প্রাক্তন শিক্ষক স্বপ্নেন্দু নাথ, যুবমোর্চা রামকৃষ্ণ নগর মন্ডল সভাপতি সৌরভ দাস সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।

Show More

Related Articles

Back to top button