Barak Valley

বিজেপির ডাকে দু’টি বারের আইনজীবীদের নিয়ে যৌথ সভা

করিমগঞ্জ : নির্বাচনী প্রচারে সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিজেপি৷ উকিল বারে কংগ্রেস প্রার্থী দেখা করলেও দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারি৷ এবং এটা শুক্রবার উকিলদের নিয়ে বিজেপির সভায় স্পষ্ট হয়ে যায়৷

এদিন শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সড়ক, জলপথ, উড়াল পুল, নিকাশি ব্যবস্থা সহ নানা মানুষের নানান সমস্যার কথা উঠে আসে সভায়৷ শুক্রবার করিমগঞ্জ জেলা বিজেপির ডাকে জেলায় দু’টি বারের আইনজীবীদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়৷

জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রার্থী কৃপানাথ মালাহ তাঁর বক্তব্যে করিমগঞ্জ জেলার ৩টি জাতীয় সড়কের কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রক থেকে ৪ লেনে উন্নতীকরণের জন্য মঞ্জুরি বরাদ্দ হয়েছে বলে জানান৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন৷ বলেন, বিজেপি সরকারের আগে অসম সহ উত্তর-পূর্বের উন্নয়ন নিয়ে কেউ মাথা ঘামায়নি৷

করিমগঞ্জের উন্নয়নের কথা আইনজীবীদের কাছে তুলে ধরতে গিয়ে কৃপানাথ মালাহ জানান, করিমগঞ্জ থেকে চুরাইবাড়ি, সুতারকান্দি এবং বদরপুর এই ৪টি রাস্তার উন্নয়নের জন্য তাঁর প্রস্তাব অনুসারে কেন্দ্রীয় সরকার গত ১৪ মার্চ ৩টি সড়ককে ৪ লেনে উন্নতী করার মঞ্জুরি দিয়েছে৷ বদরপুর পোর্ট এবং করিমগঞ্জ পোর্ট ইতিমধ্যে উন্নতীকরণ করা হয়েছে৷ খুব শীঘ্রই কলকাতা-বাংলাদেশের মধ্য দিয়ে করিমগঞ্জে জাহাজ নোঙর করবে৷ বদরপুর রেল ক্রসিঙে উড়াল পুলের প্রয়োজন হবে না জানিয়ে বলেন, ধলেশ্বর থেকে বরাকের উপর দিয়ে বিকল্প সড়ক নির্মিত হচ্ছে৷ এই সড়কটি কাটিগড়া থেকে মালুয়া পেরিয়ে এপারে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে৷ সুতরাং উড়াল সেতুর দরকার হবে না৷ তবে এটা সময় বলবে৷

সাংসদ কৃপানাথ মালাহ জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকারের কার্যকালে উত্তরপূর্বের পাহাড়ি রাজ্যেও এখন রেল সংযোগ স্থাপন হচ্ছে৷

ASTC chairman মিশন রঞ্জন দাস বলেন, দেশ এখন বিশ্বের মধ্যে ৫ম স্থানে রয়েছে৷ খুব শীঘ্রই ৩য় স্থান দখল করবে৷

এদিন উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি শ্রীযুক্ত চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বার এস্যাসিয়েশনের সভাপতি শ্রী বিশ্ববরণ বরুয়া, করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্র চন্দ্র দেব, বরিষ্ট আইনজীবী শ্রী অজয় দাস, আইনজীবী তথা পাথারকান্দি সমষ্টির প্রাক্তন বিধায়ক ড° সুখেন্দু শেখর দত্ত,আইনজীবী অদিতি দাস, আইনজীবী দিলিপ দাস, আইনজীবী আদিতি দাস, দিলিপ দাস আইনজীবী তুষার দাস সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারের অন্যান্য অধিবক্তা সমাজ।

Show More

Related Articles

Back to top button