কালিগঞ্জে মৃত বিজয় রায়ের পরিবারের পাশে ডাঃ দেবতোষ
করিমগঞ্জ : বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির জন্য প্রাণ দিতে হয়েছে কালিগঞ্জের বিজয় রায়ের৷ এর জন্য সরকার ও বিদ্যুৎ বিভাগের কাছে ক্ষতিপূরণের দাবি জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বুধবার বিধায়কের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃত বিজয় রায়ের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন৷
প্রতিনিধি দলের পক্ষে ডাঃ দেবতোষ পাল বলেন, বিদ্যুৎ বিভাগ বিগত কয়েক দিন আগে বিল না দেওয়ার জন্য বিজয়ের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে৷ এরপর কি করে সেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ হলো৷
খবর নিয়ে দেখা যায় বিদ্যুৎ বিভাগ বিজয়ের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎ খুঁটিতে সংযোগ বিচ্ছিন্ন না করে মিটার বক্সের পাশে সংযোগ বিচ্ছিন্ন করে ফলে সেখান থেকে বিজয়ের ঘরের টিনের বেড়াতে বিদ্যুৎ সংযোগ হয়ে তার মৃত্যু হয়৷ যদিও নিজেদের ভুল বুঝতে পেরে ঘটনার পর বিদ্যুৎ বিভাগ বিজয় রায়ের বাড়িতে এসে বিভাগীয় খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে৷ ফলে তাদের চরম গাফিলতি প্রমাণ হয়ে যায় বলে দাবি করেন ডাঃ দেবতোষ পাল৷
বিধায়কের প্রতিনিধি দলের আর এক সদস্য বাপন নমঃশূদ্র বলেন, আজ আমরা এই অসহায় পরিবারের সঙ্গে সাক্ষাত করি এবং কলকাতা থেকে নির্বাচন প্রচার শেষ করে তিনি তাদের বাড়িতে যাবেন এবং সরকার থেকে এই পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান৷