EducationBarak Valley

কাল বদরপুর আল আমিনে টেলেন্ট ফেয়ার

বদরপুর : বদরপুর আল আমিন একাডমির উদ্যোগে আগামী ৯ জানুয়ারি টেলেন্ট ফেয়ার অনুষ্ঠিত হবে৷ এ দিন সকালে ফিতা কেটে টেলেন্ট ফেয়ারের উদ্বোধন করবেন অসম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের সিনিয়র অধ্যাপক অশোক কুমার সেন৷ রবিবার আল আমিন একাডমির রহমতুল্লাহ শ্বরিফ কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান একাডমির কর্মকর্তারা৷ একাডমির অধ্যক্ষ সাব্বির আহমদ জানান, পড়ুয়াদের প্রতিভা বিকাশের অন্যতম পন্থা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক৷ এই প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে পড়ুয়ারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে৷ CBSE পাঠ্যক্রমের স্কুল গুলিতে তা লাগাতার হয়ে থাকে৷ নতুন শিক্ষা নীতিতে এসবের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ আল আমিন ট্রাস্টের সাধারণ সম্পাদক মারুফ আহমদ সদিয়াল জানান, এবছর আল আমিন ৯ম শ্রেণি থেকে শুরু হবে Robotic AI বিষয়৷ পড়ুয়ারা এখন থেকে এই বিষয়ে জানতে পারবে৷ ইতিমধ্যে এই বিষয়ে আল আমিনে ওয়ার্কশোপ করা হয়েছে৷ টেলেন্ট ফেয়ারে AI বিষয়ে মডেল দেখানো হবে৷ এতে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন করিমগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিকরা বিভিন্ন প্রকল্প প্রদর্শনী করবেন৷

Show More

Related Articles

Back to top button