Barak Valley
করিমগঞ্জে বরাক বঙ্গের বিশ্ব কবিতা দিবস

করিমগঞ্জ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, করিমগঞ্জ স্থানীয় বিপিনচন্দ্র পার স্মৃতি ভবনে বিশ্ব কবিতা দিবস পালন করে৷ করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানে যোগ দেয় শহরতলি আঞ্চলিক সমিতি ও লঙ্গাই-মাইজগ্রাম-কর্ণমধু আঞ্চলিক সমিতি৷
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহর আঞ্চলিক সমিতির সম্পাদক নীলজকান্তি দাস৷ এদিনের সভা পরিচালনা করেন সৌমিত্র পাল৷ সঞ্চালনায় ছিলেন মাশুক আহমেদ৷ অনুষ্ঠানে বিশ্ব কবিতা দিবসের তাৎপর্য তুলে ধরেন মৃন্ময় রায়৷ উপস্থিত ছিলেন অরবিন্দ পাল, জেলা সমিতির সহ-সভাপতি সব্যসাচী রায়, বিভাস দাস, ঝুমা দাস, অরূপ রায় প্রমুখ৷ পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা৷