কৃষ্ণেন্দু পাল প্রিমিয়ার লিগ উদ্বোধন কানিশাইলে
কানিশাইল : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণেন্দু পাল প্রিমিয়ার লিগ 7A side Night Cricket Tournament 2023-র উদ্বোধন হল কানিশাইলে৷ KPPL ক্রিকেট ক্লাব আয়োজিত কানিশাইল লাইফ লাইন সংলগ্ন খেলার মাঠে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিশেষ কারণে অনুপস্থিত থাকায় তাঁর পরিবর্তে প্রতিনিধি হিসেবে তার ভাগ্নে মনোজিৎ পাল উপস্থিত ছিলেন৷
তাছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ASTC-র chairman মিশনরঞ্জন দাস, Minority Morcha-র chairman ইকবাল হোসেন, পৌরসভার chairman রবীন্দ্র দেব, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার রফিক আহমদ, সিসি ক্লাব সভাফতি খয়রুল আলম চৌধুরী, শিক্ষক জহিরুল আলম চৌধুরী, সমাজসেবী আব্দুস সুবান, খেলা কমিটির সভাপতি আব্দুস সাহিদ, সম্পাদক তারেক ইকবাল, সহ-সম্পাদক কুমারজিত দত্ত সহ অন্যরা৷
খেলা শুরু হওয়ার আগে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে৷ অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধূলা একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়৷ খেলোয়াড়দের নেশা থেকেও মুক্ত রাখে বলে উল্লেখ করেন তাঁরা৷ তাছাড়া শরীর ও মন চাঙ্গা থাকার কারণে খেলোয়াড়রা একদিকে তাদের প্রতিভার বিকাশ ঘটায় অন্যদিকে তরুণরা লেখাপড়াতেও সাফল্য অর্জন করতে পারে বলে তারা মত প্রকাশ করেন৷ আনুষ্ঠানিকভাবে পিচে ফিতা কাটার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষে ব্যাট করে 7A side Night Cricket Tournament-র সূচনা করেন মিশনরঞ্জন দাস সহ অন্য অতিথিরা৷
কৃষ্ণেন্দু পাল প্রিমিয়ার লিগ Night Cricket Tournament-র সব পুরষ্কারের পাশাপাশি সম্পূর্ণ ব্যায় বহন করছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলে জানিয়েছেন খেলা কমিটির সভাপতি আব্দুস সাহিদ৷ রাতের উদ্বোধনী ম্যাচে লোকমান ফ্রেন্ডস ক্লাব ও রোজ ক্লাবের মধ্যে জয়ী হয় লোকমান৷