কেঁপে উঠল ফোন! কেন আসছে এই এমার্জেন্সি এলার্ট?
কলকাতা: আজ আসামের প্রায় সব অঞ্চলেই হঠাত্ বেজে ওঠে মোবাইল। ইমার্জেন্সি সাউণ্ড হচ্ছে নিজে থেকেই। আবার এলার্ট বন্ধ করাও যাচ্ছে না, যতক্ষণ না সেটি নিজে থেকে বন্ধ হচ্ছে। আপনিও কি পেয়েছেন এমন সতর্কতা?
তবে এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাকিংয়ের বার্তা নয়। ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই এখানে৷
গত কয়েক মাস ধরে ভারতের একাধিক রাজ্যে এই পরীক্ষা শুরু করেছে কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ। জরুরি সময়ে যেন প্রত্যেক মোবাইল ব্যবহারকারী সঠিক এলার্ট পান তার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সরকার।
মেসেজটিতে লেখা রয়েছে, “এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং বিভাগের একটি নমুনা পরীক্ষার বার্তা। দয়া করে বার্তাটি উপেক্ষা করুন। কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। এই বার্তাটি জাতীয় দুর্যোগ-ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া ইমার্জেন্সি এলার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এটির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এবং জরুরী পরিস্থিতিতে সময়মতো সতর্কতা প্রদান করা।” আসামে দুই ভাষায় আসছে মেসেজ, অসমিয়া ও ইংরেজি।