Barak Valley

গ্রেফতার চাই, ডিসি-ডিএসপির দ্বারস্থ করিমগঞ্জ বিজেপি

করিমগঞ্জ : ভাঙ্গা এইচএসের অভিযুক্ত অধ্যক্ষ আছার উদ্দিনকে শীঘ্র গ্রেফতারের দাবি জানিয়ে শনিবার জেলাশাসক ও DSP-র দ্বারস্থ হল করিমগঞ্জ BJP-র এক প্রতিনিধি দল৷ ভাঙ্গা এলাকার বেশ কিছু সচেতন নাগরিকও জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার উপযুক্ত বিচার সহ আছার উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷

এ নিয়ে একটি স্মারকপত্রও জেলাশাসক মৃদুল যাদব ও সদর DSP গীতার্থ দেবশর্মার হাতে তুলে দেওয়া হয়৷ স্মারকপত্রে বলা হয়েছে, এরকম একজন অভিযুক্তের আকাশের নিচে মুক্ত অবস্থায় থাকাটা সমাজের জন্য বিপজ্জনক৷ তাই সমাজের মঙ্গলের জন্য শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হোক৷

স্মারকপত্র দেওয়ার পর সংবাদ মাধ্যমে শাসক দলের নেতারা প্রতিবাদে সরগরম হয়ে ওঠেন৷ জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক বলেন, ঘটনার ৩ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত আছার উদ্দিনের সন্ধান বের করতে ব্যর্থ৷ তাঁর উপযুক্ত শাস্তি না হলে সভ্য সমাজে এর বিরূপ প্রভাব পড়বে৷

এদিন DSP-র সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান দলের কর্তারা৷ উপস্থিত ছিলেন যুবমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি বীরেন দাস, মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, পৃথ্বীশ দাস সহ আরও অনেকে৷

Show More

Related Articles

Back to top button