Barak Valley

ঘুংগুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মহিলার

শিলচর : NIT শিলচর সংলগ্ন যোগীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা৷ মঙ্গলবার সকাল ৬টায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন গৌরী নুনিয়া নামের ওই মহিলা৷ শিলচরমুখী দ্রুতগামী একটি অ্যাম্বাসেডর তাঁকে পেছনে ধাক্কা দিলে ঘটলাস্থলেই তাঁর মৃত্যু ঘটে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, আসাম বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শিলচরের দিকে আসা একটি দ্রুতগামী অ্যাম্বাসেডর গৌরী নুনিয়াকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ গাড়িটির গতি খুব বেশি এবং চালক মাতাল অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ মহিলাকে ধাক্কা দেওয়ার পর অ্যাম্বাসেডরটি রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়৷ ঘটনার পর পরই চালক গা ঢাকা দেয়৷ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে মহিলাকে SMCH-এ নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷

গৌরী নুনিয়ার আনুমানিক বয়স ৬০ বছর৷ স্বামী পতিরাম নুনিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক৷ রেখে গেছেন স্বামী, ২ পুত্র, ১ কন্যা৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Show More

Related Articles

Back to top button