Assam

ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত আসাম পুলিশের এসআই

যোরহাট : ঘুসের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে পাকড়াও হলেন যোরহাট সদর থানার এক সাব-ইনস্পেক্টর (এসআই)। ঘটনা আজ সকালে রবিবার সংঘটিত হয়েছে।

ঘুসের ২০ হাজার টাকা সহ ধৃত এসআই-এর নাম প্ৰণব নাথ। প্রণব নাথের বিরুদ্ধে অভিয়োগ, একটি মামলার দফারফা করতে জনৈক অভিযুক্তের কাছে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু অভিযোগকারী পুলিশের এসআই নাথের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন ভিজিল্যান্স ও দুর্নীতি দমন সেলের কাছে। অভিযোগের ভিত্তিতে তাকে পাকড়াও করতে ফাঁদ পাতেন দুর্নীতি দমনের আধিকারিকরা। ওই ফাঁদে পা দিয়ে ফেঁসে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান এসআই প্রণব নাথ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন সেল।

Show More

Related Articles

Back to top button