Assam

ঘুষ নিতে গিয়ে DFO গ্রেফতার

গুয়াহাটি ও গোলাঘাট : বৃহস্পতিবার শোণিতপুর এবং গোলাঘাটে অভিযান চালিয়ে বন বিভাগের দুই আধিকারিককে উৎকোচ নেওয়ার সময় হাতে-নাতে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা৷ ধৃত দুর্নীতিপরায়ণ আধীকারিকরা হলেন জ্ঞানরঞ্জন দাস এবং গোপাল ডেকা৷

জানা গেছে, টাকা ছাড়া কিছুই বোঝেন না গোলাঘাটের DFO জ্ঞানরঞ্জন দাস৷ উৎকোচ নেওয়া স্বভাবে পরিণত হয়েছিল তাঁর৷ সেই স্বভাবই DFO দাসের জীবনে বিপদ ডেকে আনলো এদিন৷ এক ঠিকাদারের কাছ থেকে দেড় লক্ষ টাকা উৎকোচ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা DFO দাসকে গ্রেফতার করেন৷ বর্তমানে তাঁকে জেরা করা হচ্ছে৷ এদিকে অবৈধভাবে সামগ্রী বোঝাই একটি লরি চালকের কাছ থেকে উৎকোচের টাকা নেওয়ার সময় শোনিতপুরের বন বিভাগের আধিকারিক গোপাল ডেকাকে গ্রেফতার করা হয়৷

Show More

Related Articles

Back to top button