ঘুস নিয়ে গ্রেফতার গোয়ালপাড়ার বিডিও
গোয়ালপাড়া : গোয়ালপাড়ার মাটিয়ায় ঘুস নিতে গিয়ে হাতেনাতে ধৃত এক ব্লক ডেভলপমেন্ট অফিসার (বিডিও) সহর আলি সিকদার৷ ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অভিযানে তিনি ফেঁসে গিয়েছেন জালে৷ বকেয়া বিলের টাকা মিটিয়ে দেওয়ার জন্য অভিযাগকারীর কাছ থেকে ₹৩০০০/- ঘুস চেয়েছিলেন সহর আলি সিকদার৷ কিন্তু ঘুসের সেই টাকা দিতে অনিচ্ছুক ছিলেন ওই অভিযোগকারী৷ তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের দ্বারস্থ হন৷ সেইমতে আজ দুর্নীতিবাজ বিডিওকে হাতেনাতে ধরে ফেলার জন্য মাটিয়ার বিডিও কার্যালয়ে এক ফাঁদ পাতা হয়৷ সেখানেই ₹৩০০০/- ঘুস নিতে গিয়ে হাতেনাতে আটক হন সহর আলি সিকদার৷ পরে অবশ্য নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতেই ঘুসের সেই টাকা তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়৷ এনিয়ে শুক্রবার ফৌজদারি দণ্ডবিধির ৪১/২০০৪ নম্বরে একটি মামলা দায়ের করা হয়৷ পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার পর মাটিয়ার বিডিও সহর আলি সিকদারকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে৷