Assam

ঘুস নিয়ে গ্রেফতার বনকর্তা

নগাঁও : ₹৫০০০.০০ ঘুস নিতে গিয়ে দুর্নীতি নিবারক শাখার জালে পড়েছেন, forest বিভাগের assistant commissioner (ACF) নেপালচন্দ্র মন্ডল৷ উৎকোচ নেওয়ার সময় আগে থেকে পেতে রাখা জালে ফেঁসেছেন তিনি৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে৷

কলিয়াবরের শালনা বন বিভাগের কার্যালয়ে এদিন দুর্নীতি নিবারক ও তদারকী শাখার কর্মী-আধিকারিকরা চালান অভিযান৷ দুর্নীতি নিবারক শাখার জালে পড়া এই উচ্চপদস্থ অফিসার তথা সহকারী বনসংরক্ষকের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উত্থাপিত হয়েছিল৷ উল্লেখ্য, শালনা বনাঞ্চলিক আধিকারিকের দায়িত্বেও ছিলেন নেপালচন্দ্র মন্ডল৷ উল্লেখ্য, এক ব্যক্তির কাছ থেকে তিনি টিপি চালান বাবদ ₹৫০০০.০০ উৎকোচ দাবি করেছিলেন৷ সেই লোকটি ঘটনার সবিশেষ দুর্নীতি নিবারক ও তদারকী শাখাকে অবগত করলে আজ আটঘাট বেঁধে পরিকল্পিতভাবেই হাতেনাতে পাকড়াও করার পাশাপাশি গ্রেফতার করা হয়৷

Show More

Related Articles

Back to top button