Updates
চারণিকের বসে আঁকো-র আসর
করিমগঞ্জ : ১৯৮৩ সালে শুরু হওয়া চারণিক আয়োজিত ‘বসে আঁকো’ প্রতিযোগিতা এবার ৪১ বছরে পা দিল৷ নয়া বছরের ১ম দিন জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর স্টেডিয়ামে হবে এবারকার বসে আঁকো৷ স্থানীয় শম্ভুসাগর পার্কে প্রতিযোগিতা হয়ে আসছে দীর্ঘদিন ধরে৷ কিন্তু সকালে প্রচন্ড কুয়াশা ও হিমেল হাওয়ায় শম্ভুসাগর পার্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের যেমন অসুবিধে হবে, তেমনি জায়গা স্বল্পতায় বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে৷ তাই এবার ডিএসএ ইন্ডোর স্টেডিয়ামেই হবে বসে আঁকো প্রতিযোগিতা৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করতে আহ্বান জানান চারণিকের সম্পাদক মনোজিৎ চৌধুরী৷