চুড়াইবাড়িতে কন্টেইনার থেকে প্ৰায় নয় লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার দুই

চুড়াইবাড়ি : ত্রিপুরায় পাচারকালে নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল বোঝাই কন্টেইনার ধরা পড়েছে করিমগঞ্জ (অসম) জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে।
পুলিশ চেকপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ শুক্রবার ভোরে এএস ০১ এমসি ৮৫৮০ নম্বরের একটি কন্টেইনার (পণ্যবাহী লরি) গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাওয়ার পথে চুড়াইবাড়ির আন্তঃরাজ্য সীমান্তে আসে। তখন লরিতে রুটিন তল্লাশি করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তালাশিতে বিভিন্ন পণ্য সামগ্রীর নীচে বস্তায় পোরা নয় হাজার শিশি নেশার কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারে মূ্ল্যএ কংপক্ষে নয় লক্ষ টাকা হবে। এর সঙ্গে গাড়ির চালক ও সহচালককে আটক করে পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে বাসুদেব দাস ও রাহুল দাস। উভয়ের বাড়ি গুয়াহাটিতে।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতদের শনিবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য নেশা পাচার চক্রের হদিশ বের করার চেষ্টা করেছে পুলিশ।