Barak Valley

চৈত্রের প্রথম ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি নিলামবাজারে

নিলামবাজার : চৈত্রের প্রথম ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নিলামবাজার এলাকার বেশ কয়েকটি গ্রাম৷ প্রবল ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ আহতও হয়েছেন বেশ কয়েকজন৷

রবিবার সকালে হঠাৎ করে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে নিলামবাজার এলাকায়৷ ঘন্টা খানেক ধরে চলা তুমুল ঝড় প্রায় শতাধিক পরিবারের বাসস্থানের ছাদ উড়িয়ে নিয়ে গেছে৷ পুরোপুরি ভেঙে পড়েছে বেশ কয়েকটি ঘর৷ গাছপালাও ভেঙে ঘর বাড়ির উপর পড়েছে৷ পরিবারের লোকজন কোনওক্রমে প্রাণরক্ষা করলেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ বিশেষ করে নিলামবাজার এলাকার ভগীরকলা, নয়াগ্রাম, দোয়ারিভাগা সহ কেউটকোণা, আঙ্গুরা, বিনোদিনী জিপির বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিদ্যুতের তার ছিঁড়ে গেছে ঝড়ের তাণ্ডবে সবজি খেতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷

Show More

Related Articles

Back to top button