Barak Valley
ছন্তরে একই রাতে ৭টি দোকানে চুরি
করিমগঞ্জ : একই রাতে করিমগঞ্জ ছন্তর বাজারে ৭টি দোকানে নিশিকুটুম্বের হানা৷ আতঙ্কে রয়েছেন শহরের ব্যবসায়ীরা সহ বসতবাড়ির লোকজন৷ তদন্তে সদর পুলিশ মাঠে নামলেও এখন পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই৷ ঘটনার খবর পেয়ে ছন্তরবাজারে ছুটে আসেন করিমগঞ্জ পৌরসভার উপ-পৌরপতি সুখেন্দু দাস৷ একের পর এক চুরির ঘটনায় নাজোহাল শহরবাসী৷ রবিবার গভীর রাতে ছন্তর বাজারে চোরের দল হানা দিয়ে ৭টি দোকান থেকে লুটে নেয় নগদ অর্থ সহ সামগ্রী৷ এদিন রাতে ছন্তর বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দরজা ভেঙে প্রবেশ করে চোরের দল নগদ অর্থ সহ নানা সামগ্রী নিয়ে যায়৷ বাজারের ধ্রুব দেব, প্রণব কুরি, সানি কুরি, নিগম কুরি, অনুজ কুরি, অমল কুরি ও লিটন দেবের দোকানে হাত সাফাই করে নিশিকুটুম্বের দল৷ পুলিশ তদন্তে নেমে কোন ক্লু বের করতে পারেনি৷ এনিয়ে তীব্র ক্ষোভ জেলাবাসীর৷