Barak Valley

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে করিমগঞ্জ কলেজ চত্বরে উষ্মা

করিমগঞ্জ : ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বেশ উষ্মা বিরাজ করছে করিমগঞ্জ কলেজ চত্বরে৷ বেশ কয়েক বছর পর এবারের এই নির্বাচনকে ঘিরে একদিকে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে৷ অন্যদিকে, ABVP-NSUI দু’দলের নির্বাচনী সংঘাত বাঁধার সম্ভাবনাও রয়েছে৷ সুতরাং কলেজ কর্তৃপক্ষ নির্বাচন পর্যন্ত আরও কঠোর হয়েছে৷ ইতিমধ্যে কলেজের ছাত্র সংসদের ১৪টি পদের মধ্যে ১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ABVP দলের ১ প্রার্থী৷ প্রায় ৬ বছরের মাথায় করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি৷ মোট ১৪টি আসনে ABVP-NSUI উভয় দলের মোট ২৮টি মনোনয়ন জমা পড়ে৷ শুক্রবার সেই মনোনয়ন পত্র পরীক্ষা করা হয়৷ এরমধ্যে sports secretary পদে NSUI দলের প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে ABVP-র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷ বাকি ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে ঘিরে কয়েকদিন থেকে কলেজ চত্বরে আবহাওয়া উত্তপ্ত৷ প্রথমে নির্বাচনের দিন ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল৷ একপক্ষ এই মুহূর্তে নির্বাচন বিরোধিতা করে৷ যদিও অবশেষে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে বহাল রেখে ৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষদিনে উভয় দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন৷ ABVP-NSUI উভয় দলের পক্ষ থেকে বেশ বড় রেলি করে মনোনয়ন জমা দেওয়া হয়৷ এদিন মনোনয়ন পরীক্ষা করা হয়৷ বিগত দিনে নির্বাচন কেন্দ্রীক সংঘাতের অনেক ইতিহাস রয়েছে৷ সেদিকে লক্ষ্য রেখে কলেজ কর্তৃপক্ষও কঠোর স্থিতি অবলম্বন করেছে৷ অবশ্য নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী কলেজ কর্তৃপক্ষ৷

Show More

Related Articles

Back to top button