Barak ValleyAssam

কুশিয়ারার ভাঙন রোধে ৫ কোটি মঞ্জুর, জানালেন মন্ত্রী পীযূষ

করিমগঞ্জ : কুশিয়ারা নদীর করিমগঞ্জ শহর এলাকার ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য ৫ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার৷ বাঁধ নির্মাণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে৷ সম্প্রতি বিধানসভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা৷

কমলাক্ষ বলেন, বিগত বন্যায় করিমগঞ্জ জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শহরে সবচেয়ে বেশি বন্যার প্রভাব পড়েছিল৷ কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত ছিল৷ চরবাজার থেকে টিলাবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়৷ বন্যা বিধ্বস্ত শহরের নদী তীরবর্তী এলাকা ও ভাঙা বাঁধগুলো সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি৷ তিনি প্রশ্ন তোলেন, কুশিয়ারা নদী তীরবর্তী লাফাশাইল থেকে লক্ষীবাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙেছে৷ বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল৷ তিনি বিভাগীয় মন্ত্রীর এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার দাবি করেন৷

জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বিধায়কের প্রশ্নের জবাবে জানান, গত বছর বন্যায় কুশিয়ারা নদী সংলগ্ন শহর এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নদী তীরবর্তী এলাকা সংস্কারের জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প গ্রহণ করেছে৷ শহরের দাসপট্টি এলাকায় ফ্লাড ওয়াল নির্মাণের জন্য ৫ কোটি টাকার প্রকল্প মঞ্জুর করা হয়েছে৷ নাবার্ডের অর্থানুকুল্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে৷ সরকারি মঞ্জুরির পর ইতিমধ্যে দাসপট্টি এলাকায় ফ্লাড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে৷ এর ফলে সরিষা থেকে দাসপট্টি এলাকার বাসিন্দারা উপকৃত হবেন৷

মন্ত্রী বলেন, গতবারের বন্যায় উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার লাফাশাইল থেকে লক্ষীবাজার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়৷ ওই এলাকায় কুশিয়ারা নদীর কোন বাঁধ নেই৷ জলসম্পদ বিভাগের তরফে ফ্লাড ড্রিল হেড থেকে সে সময় অস্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়৷ রাজ্য সরকারের তরফে লাফাশাইল থেকে লক্ষীবাজার পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণে SDRF থেকে ৪ কোটি ৭০ লক্ষ ২১ হাজার টাকা বরাদ্দ হয়েছে৷ ২০২২-২৩ আর্থিক বছরে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে জলসম্পদ বিভাগ৷ মন্ত্রী বলেন, কেউতলা গ্রামের কুশিয়ারা সংলগ্ন এলাকার ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য ৫৫ লক্ষ টাকা খরচ করে একটি প্রকল্প নির্মাণ করা হয়েছিল৷ জনগণ এতে যথেষ্ট উপকৃত হয়েছেন৷

Show More

Related Articles

Back to top button