Barak Valley

জয়পুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির

শুভ্রজীত আচার্যী, জয়পুর : আজ অর্থাৎ ১২ এপ্রিল বুধবার যুব মোর্চা আসাম প্রদেশ কমিটির নির্দেশে সমগ্র রাজ্যের সাথে সাথে কাছাড় জেলার জয়পুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভার অন্তর্গত জয়পুর যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে কনকপুর-দলইছড়া গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত শান্তিপুর গ্রামে আজ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরটি শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে ও দুপুর ২:৩০ মিনিটে সমাপ্ত করা হয়। এই শিবের শতাধিক ব্যাক্তির স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই শিবিরে চিকৎসক হিসেবে ছিলেন ড. দেবন্তী গোয়ালা ও সহ কর্মী হিসেবে বিনায়ক বর্মণ ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চা জয়পুর মণ্ডলের সাধারণ সম্পাদক শুভ্রজিত আচার্য্য, সহ সভাপতি আপ্যায়ন নাথ, জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, জেলা বিজেপির সম্পাদক কাণু দেব, আই টিডিপি চ্যেয়ারমেন সান্তনু বর্মণ, টি বোর্ডের চেয়ারম্যান পবিত্র গঞ্জু, অবিনাশ দাশ, সুমন চক্রবর্তী, সমাজ সেবক সৌরভ দাশ সহ অন্যান্যরা।

Show More

Related Articles

Back to top button