Barak Valley

জলে ডুবে মৃত শিশুর পরিবারকে দু’লক্ষ টাকা সরকারি সাহায্য প্রদান

শনবিল : রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শনবিল আনন্দপুর জিপির দেবদ্বার গ্রামের রানুরঞ্জন দাসের ছেলে রুমন দাস গত ৪ নভেম্বর খেলাধুলা করার সময় বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বে হঠাৎ করে জলে তলিয়ে যায়৷ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা তাকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীবাড়ি স্টেট ডিসপেন্সারিতে নিয়ে আসলেও শেষরক্ষা হয় নি৷ কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে প্রশাসনের নির্দেশে ময়নাতদন্তের পর রুমনের শেষকৃত্য সম্পন্ন হয়৷ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পর বিধায়ক বিজয় মালাকার এক প্রতিনিধি দল পাঠিয়ে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের লোকদের কথা দিয়েছিলেন পাশে থাকবেন ও পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেবেন৷ সে কথা তিনি রাখলেন৷

প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার বিকেল ৪টায় রানুরঞ্জন দাসের বাড়ি উপস্থিত হন বিধায়ক৷ প্রথমে তিনি পরিবারের খোঁজখবর নেন৷ পরে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা সরকারি আর্থিক সাহায্য রানুরঞ্জন দাসের হাতে তুলে দেন বিধায়ক৷ এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মকর্তা নীরেন্দ্রচন্দ্র দাস, রামকৃষ্ণনগর ব্লকের প্রাক্তন এপি সভাপতি অপূর্ব দাস, বুথ সভাপতি মধুসূদন দাস সহ অন্যান্য কর্মকর্তারা৷ বিধায়কের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ৷

Show More

Related Articles

Back to top button