Barak Valley

লোয়াইরপোয়ায় হনুমান জয়ন্তী পালিত

পাথারকান্দি : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লোয়াইরপোয়ায় পালিত হল হনুমান জয়ন্তী৷ বজরং দলের লোয়াইরপোয়া প্রখন্ডের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান৷ প্রথমে লোয়াইরপোয়া মোটর ষ্ট্যান্ডের মন্দিরে শ্রীশ্রী হনুমান পূজা ও যজ্ঞ সম্পন্ন হয়৷ তারপর শুরু হয় পুষ্পাঞ্জলি৷ বৃহত্তর লোয়াইরপোয়া এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত যুবক মিলিত হন৷ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ বিকাল ৩টায় বের হয় বিশাল শোভাযাত্রা৷ লোয়াইরপোয়া থেকে এই শোভাযাত্রা মোটরসাইকেল এবং ছোট গাড়ি মিলিয়ে প্রায় তিন শতাধিক বাহন নিয়ে কটামনির উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বাজারিছড়ায় পৌঁছার পর প্রখন্ডে বৌদ্ধিক হয়৷ বৌদ্ধিক প্রদান করেন বিশ্বজিৎ বণিক ও শ্রীভূমি জেলার পালক গোপীব্রত গোস্বামী৷ বক্তব্য রাখেন বিশ্বহিন্দু পরিষদের বিশ্বজিৎ নাগ চৌধুরী ও কার্তিক মজুমদার৷ মেলা কটামনি বাজার হয়ে লোয়াইরপোয়ায় এসে কার্যক্রমের সমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button