কার্যকর্তা সম্মেলনে অংশ নিতে শুক্রবার করিমগঞ্জে মুখ্যমন্ত্রী

করিমগঞ্জ : কার্যকর্তা সম্মেলনে অংশ নিতে করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর সফরসূচি চূড়ান্ত হয়েছে৷ আগামী শুক্রবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন তিনি৷ সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য৷
সাংবাদিক সম্মেলনে সুব্রত বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে কঠিন ছিল এই করিমগঞ্জ আসনটি৷ মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় ওই আসনটিতে জয়ী হয়েছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী এ নিয়ে সময়ে সময়ে করিমগঞ্জ বিজেপির কর্মীদের প্রশংসাও করেছেন৷ এবার করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতেই আগামী শুক্রবার একদিনের সফরে এখানে আসছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই সফর দলীয় কর্মসূচীরই অঙ্গ৷
ওইদিন জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত কার্যকর্তা সম্মেলনেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী৷ জেলার সবক’টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে আয়োজন করা হবে সভাটি৷ সভা শেষে অতিরিক্ত আবর্ত ভবনে মধ্যাহ্ন ভোজন সেরে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য৷