Barak ValleyAssamNorth-East

ডিজিটাল পোর্টাল মিডিয়ার সাংবাদিকদের নয়া সংগঠন, সমস্যা মেটাতে সাদমা-র আত্মপ্রকাশ

শিলচর : কাছাড় সহ বরাক উপত্যকার Digital Portal Media-র নয়া সংগঠন গঠন করা হল রবিবার৷ ওই সংগঠনের নাম দেওয়া হয়েছে South Assam Digital Media Association (SADMA).

কাছাড় জেলার বিভিন্ন Digital Media-র সাংবাদিকরা রবিবার একত্রিত হয়ে একটি সভার মাধ্যমে ওই সংগঠন গঠন করেন৷ নতুন করে এই সংগঠন গড়ে তোলার মূল কারণ, বিভিন্ন সময়ে Portal এবং Digital মাধ্যমের সাংবাদিকরা অনেক জায়গায় হেনস্তার শিকার হন৷ তাদের সাহায্যে কেউ এগিয়ে আসে না৷ এছাড়াও অনেক সমস্যা রয়েছে Digital মাধ্যমের সাংবাদিকদের৷ সেই সমস্যা গুলো সমাধানের লক্ষ্যেই SADMA-র আত্মপ্রকাশ ৷

রবিবার শিলচর লিংক রোডে বরাক বাণী নিউজ চ্যানেল প্রাঙ্গণে সভা করে গঠন করা হয় South Assam Digital Media Association নামের সংগঠনটি৷ সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন নিখিল দাস, সহ-সভাপতি অভিজিৎ কুমার নাথ, সম্পাদক সারিমুল হক লস্কর, সহকারী সম্পাদক ইয়াসিন মজুমদার এবং কোষাধ্যক্ষ নুরুল ইসলাম লস্করকে নিয়ে ৫ জনের এক কমিটি গঠন করা হয় ৷

আগামী জানুয়ারী মাসে বরাক উপত্যকা ভিত্তিক কেন্দ্রীয় কমিটি গঠনের উদ্দেশ্যে একটি সভা আয়োজন করা হবে৷ ওই সভায় আমন্ত্রণ জানানো হবে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার Digital Media-র কর্মরত সব সাংবাদিককে ৷

Show More

Related Articles

Back to top button