ডিজিটাল মিডিয়ার কন্ঠরোধ করতে চাইছে কেন্দ্র : প্রিয়াঙ্কা
নতুন দিল্লি : নতুন Broadcasting Bill এনে আম জনতার কন্ঠরোধ করতে চাইছে মোদি সরকার৷ নতুন আইনের ফলে Facebook-X-Instagram-YouTube-র মতো বিকল্প মাধ্যমগুলির উপরও ছড়ি ঘোরাতে চাইছে গেরুয়া শিবির৷ বিজেপির এই স্বৈরাতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ দেশের মানুষ যে এধরনের পদক্ষেপ মেনে নেবেন না, তাও স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক৷ এক্স হ্যান্ডেলে তিনি মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর দুটি উদ্ধৃতি পোস্ট করেন৷
সেখানে তাঁরা বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর জোর দিয়েছিলেন৷ উদ্ধৃতি দু’টি পোস্ট করে প্রিয়াঙ্কা জানান, এই উদাহরণ থেকেই স্পষ্ট, দেশবাসী প্রথম থেকেই বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পায় নি৷ লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে এর জন্য লড়াই করে তা অর্জন করেছে৷ এরপরই প্রিয়াঙ্কার সংযোজন, স্বাধীন ভারতের ইতিহাসে কোনও সরকারই এভাবে মানুষের স্বাধীনতার কথা খর্ব করার কথা ভাবতে পারে নি৷ প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, ক্ষমতার জোরে মিডিয়াকুলকে সরকারি মুখপত্রে পরিণত করা হয়েছে৷ অন্যদিকে, Broadcasting Bill এনে Digital Media, Social Media, OTT Platform-র উপরও আধিপত্য কায়েয করতে চাইছে গেরুয়া শিবির৷