Assam

ডিমৌতে ঘুস নিয়ে গ্রেফতার লাট মন্ডল

গুয়াহাটি : ঘুস নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক লাট মন্ডল পূর্ণিমা গগৈ৷ ঘটনাটি ঘটেছে ডিমৌতে৷ মাটির ভাগ-বাটোয়ারা করে দেওয়ার নামে ডিমৌর নৃপেন চেতিয়ার কাছ থেকে ১৮০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ওই লাট মন্ডলের বিরুদ্ধে৷ যদিও দুর্নীতি প্রতিরোধ শাখার আচমকা হানায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে৷ উল্লেখ্য, ধৃত ওই মহিলা কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল৷ এমনকি প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে ওই মহিলার বিরুদ্ধে স্থানীয় মানুষ নালিশ করেছিলেন৷

Show More

Related Articles

Back to top button