Barak Valley

ডিলিমিটেশন নিয়ে ক্ষোভ বাড়ছে জনমনে : বরাকবঙ্গ

করিমগঞ্জ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের নাগরিক সভায় প্রতিবাদের ঝড় উঠল কেন্দ্র পুনর্বিন্যাসের বিরুদ্ধে৷ বুধবার সংগঠনের তরফে বিনোদলাল চক্রবর্তী বলেন, বাববার কেন বরাককেই টার্গেট করা হয়৷ জনসংখ্যার হিসেবে যেখানে কেন্দ্র বাড়ার কথা সেখানে করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে একটি করে কেন্দ্র কমিয়ে দেওয়া হল৷ যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ৷ বদরপুরকে কাটিগড়ার সঙ্গে নিয়ে যাওয়ারও তিনি তীব্র প্রতিবাদ জানান৷

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ডিলিমিটেশন করতে ২৩ বছর লাগল৷ অথচ আপত্তি জমা দিতে মাত্র ২০ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন৷ ডিলিমিটেশন নিয়ে অধিক হারে আপত্তি জানানোর আহ্বনা জানান তিনি৷ কমলাক্ষ বলেন, ভোটারের হিসেবে কেন্দ্র বৃদ্ধির কথা ছিল৷ কিন্তু হল উল্টো৷ ২৬-র ডিলিমিটেশন হয়তো আবার ৫টি কেন্দ্র করিমগঞ্জে হতে পারে৷ তাই অধিকার আদায়ে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি৷

এদিনের সভায় আইনজীবি সুব্রত কুমার পাল বলেন, ডিলিমিটেশনের বিরুদ্ধে বরাকে যেভাবে আন্দোলন গড়ে উঠেছে তা খুবই জরুরি ছিল৷ তিনি ডিলিমিটেশন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, নতুন ডিলিমিটেশন অ্যাক্টে ২০০১ সালের ভোটার তালিকাকে মান্যতা দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ডিলিমিটেশন হয়েছে৷ এরপর ২০২২-র ডিসেম্বরে অসমের রাজ্যপাল এক নির্দেশে বদরপুরকে কাটিগড়ার সঙ্গে জুড়ে দেওয়ার কথা জানান৷ এবং কাটিগড়ার একটি বৃহৎ অংশ জুড়ে দেওয়া হয় করিমগঞ্জের সঙ্গে৷

সভায় প্রবীণ নাগরিক সন্তোষ কুমার দত্ত বলেন, ডিলিমিটেশন একতরফাভাবে হয়েছে৷ উপত্যকায় ১৫টি কেন্দ্র রাখার পক্ষে মত ব্যক্ত করেন তিনি৷

একইভাবে সুপ্রিয় দেব অভিযোগ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরোপুরি সরকারের যোগসাজসে ডিলিমিটেশন হচ্ছে৷

এছাড়াও এদিনের সভায় ডিলিমিটেশন নিয়ে ক্ষোভ উগড়ে দেন শিক্ষাবিদ অপূর্ব দত্ত, আইনজীবি সুব্রত কুমার পাল, অধ্যাপক ড. নির্মল সরকার৷ এদিন বরাকবঙ্গের তরফে একটি স্মারকপত্র তৈরি করে সবার হাতে তুলে দিয়ে ১১ জুলাইর মধ্যে তা কমিশনের কাছে পাঠাতে বলা হয়৷ এদিন বক্তব্য রাখেন সুখেন্দু বিকাশ পাল, সুবীর রায় চৌধুরী সহ অন্যরা৷ সভা সঞ্চালনা করেন মাশুক আহমেদ৷

Show More

Related Articles

Back to top button