Barak Valley

ড্রাগস ব্যবসায় জড়িত, হাইলাকান্দিতে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

হাইলাকান্দি : এবার ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন হাইলাকান্দির ২ পুলিশ কনস্টেবল৷ চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে হাইলাকান্দির বড়বন্দ এলাকায়৷ গ্রেফতার হওয়া ২ কনস্টেবল হচ্ছেন ইউনিছ আলি ও নারায়ণ দাস৷ ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গেছে৷

হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে৷ এ ব্যাপারে এসপি জানান, হাইলাকান্দির বাইরের দু’জন লোক ড্রাগস বিক্রির জন্য এসেছিল৷ কিন্তু ড্রাগসের গুণগত মান ও আর্থিক লেনদেন নিয়ে একসময় দু’পক্ষের সমস্যার সৃষ্টি হয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউনিছ আলি ও নারায়ণ দাসকে গ্রেফতার করে৷ তবে এ ঘটনার সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তি বাহার উদ্দিন পালিয়েছে৷ পুলিশ তার সন্ধান চালাচ্ছে বলে তিনি জানান৷

বর্তমানে ধৃত ২ কনস্টেবলকে হাইলাকান্দি সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে৷ ধৃতদের ইতিমধ্যেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তদন্তের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার৷

Show More

Related Articles

Back to top button