Assam

তিনসুকিয়ায় ঘুস নিতে গিয়ে ধৃত CDPO

তিনসুকিয়া : ঘুস নিতে গিয়ে তিনসুকিয়া জেলার মাকুমের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক অনুপমা গোঁহাইকে হাতেনাতে ধরল দুর্নীতি নিবারক সংস্থা৷ সোমবার তার কার্যালয় থেকে দুর্নীতি নিবারক সংস্থায টিম তাকে গ্রেফতার করে৷ এই অভিযান শেষ হতেই বিষয়টি রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ে৷ ধৃত CDPO-র বিরুদ্ধে অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরভাড়ার বিল মিটিয়ে দিতে গিয়ে বেআইনি ভাবে ঘুস দাবি করেছিলেন৷ এই অভিযোগ পেয়ে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা ফাঁদ পেতে CDPO-কে ঘুস নেওয়ার সময় গ্রেফতার করেন৷

Show More

Related Articles

Back to top button