রামনবমীর দিনে করিমগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের ভিড়
করিমগঞ্জ : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও ধূমধামে রামনবমী উৎসব পালন করা হয়েছে৷ ক্লাব শ্রীভূমির উদ্যোগে শহরের মেইন রোডে সংযুক্তার উল্টো দিকে করিমগঞ্জে প্রথমবারের মতো রামনবমীতে রামের প্রকাণ্ড মূর্তি দিয়ে পূজার আয়োজন করা হয়েছে৷ রীতি-নিয়ম মেনে সকাল থেকে পূজা শুরু হয়৷ অসংখ্য যুবক-যুবতীরা পুষ্পাঞ্জলী প্রদান করে রামের চরণে৷
পূজার উদ্যোক্তারা বলেন, ৫০০ বছর পর অযোধ্যায় রামমন্দির নির্মাণ হয়৷ সেখানে রামলালার স্থাপন হয়েছে৷ রামমন্দির উদ্বোধন হওয়ার পর এবার প্রথম রামনবমী পালন করা হচ্ছে৷ ফলে সারা দেশে এবার রামনবমী উৎসব পালন করা হচ্ছে৷ তাই ক্লাব শ্রীভূমি রামের পূজা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷
এদিকে, রামকৃষ্ণ মিশনেও রামনবমী উৎসব পালন করা হয়৷ এছাড়া, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলে রামনবমী উৎসব পালন করা হয়েছে৷ বাসন্তী পূজার শেষ দিন নবমী পূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপে উপচে পড়ে ভিড়৷ শহরের একমাত্র বারোয়ারি বাসন্তী পূজা রয়েল স্টার পূজা মণ্ডপে ভিড় পরিলক্ষিত হয়৷
পৌরসভার উপ-পৌরপতি সুখেন্দু দাস বলেন, আশ্বিনে দুর্গাপূজার আয়োজন হয়৷ আবার বাসন্তী পূজার আয়োজন করা হয় রয়েল স্টারে৷ গত ৩ বছর থেকে রয়েল স্টারে বাসন্তী পূজার আয়োজন করা হচ্ছে৷ বুধবার মহানবমী পূজা আর একদিকে রামনবমী উৎসব দেশজুড়ে পালন করা হচ্ছে৷ দেশের মানুষ যাতে ভালো, সুখে-শান্তিতে থাকেন তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেন বলে তিনি জানান৷