Updates
মেহেরপুরে পরিষেবা উন্নত করার দাবিতে BSNL-র GM-কে স্মারকপত্র

পিএনসি, শিলচর – প্রায় বছরখানেক ধরে শিলচরে বিএস এন এল এর জেনারেল ম্যানেজারের পদটি শূন্য থাকার পর শশাঙ্ক বালেকার গত শুক্রবার প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার হিসেবে কাজে যোগ দিয়েছেন। নতুন এই পদে যোগ দিয়ে বালেকার সোমবার বিএস এন এলের স্থানীয় আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এদিকে প্রবীণ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে মেহেরপুর এলাকায় বিএস এন এলের দূর্বল পরিসেবা কে উন্নত করা সম্পর্কে নবনিযুক্ত প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার শশাঙ্ক বালেকারের সঙ্গে সাক্ষাত করে কথা বলেন। হারাণ বাবু সোমবার প্রিন্সিপাল জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাত করে এই মর্মে একটি স্মারক লিপি তুলে দেন। উত্তরে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।