Barak Valley

দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ে করিমগঞ্জে জয়ী কৃপানাথ

করিমগঞ্জ : দিনভর হাড্ডাহাড্ডি লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত করিমগঞ্জে জয়ী হলেন কৃপানাথ মালা৷ একেবারে জয়ের কাছাকাছি এসেও স্বপ্ন অধরা থেকে গেল কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর৷ AIUDF factor-রে এই আসনে জয়ী হতে পারেনি কংগ্রেস৷ উপরন্তু, উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে যাওয়ায় দ্বিতীয়বার করিমগঞ্জ দখলে রাখতে পেরেছে বিজেপি৷

৩য় শক্তি লক্ষাধিক সংখ্যালঘু ভোট না পেলে কোনওভাবেই বিজেপি প্রার্থী জয়ী হতে পারছেন না৷ ভোটের আগে এমনটা ধারণা করা হলেও সব মিথ ভেঙে গেছে ফলাফলে৷ ২৪-র ভোটে করিমগঞ্জ আসনে বহুচর্চিত AIUDF প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী কোনও ছাপ ফেলতে না পারলেও গদি ধরে রাখল বিজেপি৷

বুথ ফেরত সমীক্ষা মতেই, তীরে এসে তরী ডুবেছে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীর৷ তবে করিমগঞ্জে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটা প্রত্যাশা করেছিলেন দুই শিবিরের নেতারাই৷ কংগ্রেস-বিজেপির লড়াই হবে সমানে-সমানে৷ ভোটের পরে চর্চা চলছিল এমনই৷ কিন্তু ২ লক্ষ সংখ্যালঘু ভোট বেশি থাকা সত্ত্বেও শেষরক্ষা হয়নি কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর৷ মোদি সুনামির জেরে হারতে হলো হাফিজ রশিদকে৷ করিমগঞ্জ ও হাইলাকান্দির ৬ বিধানসভা কেন্দ্রের ভোটাররা ১৮,৩৬০ ভোটের ব্যবধানে ২য় বারের মতো সাংসদ হিসাবে নির্বাচিত করলেন কৃপানাথ মালাকে৷

Show More

Related Articles

Back to top button