দু’টি শ্মশানের আধুনিকীকরণ প্ল্যান এস্টিমেট গেল দিসপুর
করিমগঞ্জ শহরের দুটি শ্মশানঘাট ধুঁকছে সরকারি অবহেলায়, শীঘ্র সংস্কারের দাবি
করিমগঞ্জ : সীমান্ত শহরের ব্রজেন্দ্র রোড ও সুভাষনগরের দু’টি শ্মশানকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে করিমগঞ্জ পৌরসভা৷ ব্রজেন্দ্র রোডের শ্মশানঘাটের উন্নতিকল্পে ৩৪ লক্ষ এবং সুভাষনগর শ্মশানঘাটের আধুনিকরণের জন্য ১৬ লক্ষ টাকা প্ল্যান এস্টিমেট তৈরী করা হয়েছে৷ এবং এই প্ল্যান এস্টিমেট রাজ্য সরকারের শহর ও নগর উন্নয়ন বিভাগের কাছে পাঠানো হয়েছে৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর উল্লেখিত অর্থ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে৷
ব্রজেন্দ্র রোডের শ্মশানঘাটের উন্নতিকল্পে ৩৪ লক্ষ এবং সুভাষনগর শ্মশানঘাটের আধুনিকরণের জন্য ১৬ লক্ষ টাকা
সোমবার একথা জানালেন, করিমগঞ্জ পৌরসভার উপপৌরপতি সুখেন্দু দাস৷ রাজ্যের বেশ কয়েকটি শ্মশানঘাট আধুনিকরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ করিমগঞ্জের দু’টি শ্মশান ঘাটের উন্নয়নে রাজ্য সরকারের বৈষম্য করার অভিযোগ রয়েছে৷ ব্রজেন্দ্র রোড শ্মশানের আধুনিকীকরণে স্থানীয় বিধায়ক বার কয়েক চেষ্টা করেন৷ ইলেকট্রিক চুল্লি বসানো হলেও এটি ভালোর থেকে খারাপই বেশি থাকে৷ ফলে এক্ষেত্রে অর্থের অপচয় ছাড়া কিছুই হয়নি বলে অভিযোগ৷ ব্রজেন্দ্র রোডের শ্মশান ঘাটের বাস্তব চিত্র আরও বেহাল৷ শ্মশানে মৃতদেহ সৎকার করতে এসে শব নিয়ে দুর্ভোগে পড়তে হয় জনগণকে৷ শ্মশানে যেমন নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, তেমনি নেই জলের সুব্যবস্থা৷ শ্মশাষঘাটে থাকা পুকুরটি সংস্কারের অভাবে ধুঁকছে৷ রাতে ওই শ্মশানে চলে মদ্যপদের দাপট৷
এছাড়াও শ্মশানের নোংরা পরিবেশের কারণে আশপাশের শিক্ষা-প্রতিষ্ঠান, মন্দির ও সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছেন৷ পক্ষান্তরে সুভাষনগর শ্মশানের অনেকটা ভালো থাকলেও আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে৷
উল্লেখ্য, রাজ্যের বাকি শ্মাশানগুলি তীর্থস্থান বা পর্যটনের কেন্দ্র হয়ে গেলেও ব্রজেন্দ্র রোডের শ্মশানঘাট সুন্দর ও ঐতিহ্যমন্ডিত করে তুলে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি পৌর এলাকাবাসীর৷