Barak Valley

দু’টি সড়কের সংস্কার কাজের সূচনা করলেন কমলাক্ষ

করিমগঞ্জ : মুখ্যমন্ত্রী পকিপথ যোজনায় তথ্যফলক উন্মোচন করে রাস্তার সংস্কার কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সোমবার বিকেলে উত্তর করিমগঞ্জের পাথু-সুড়িগ্রাম এবং লাতু-সজপুর জিপিতে এই দু’টি সড়কের কাজের সূচনা করেন বিধায়ক৷

এদিন লাতু-সজপুর জিপির চালিয়াদি এবং পাথু-সুড়িগ্রাম জিপির পাথু থেকে সুড়িগ্রাম পর্যন্ত সড়ক সংস্কার কাজের সূচনা করা হয়৷ দু’টি রাস্তার সংস্কার কাজের জন্য ১.৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সংস্কার কাজের বরাত পেয়েছেন ঠিকাদার অলোক কুমার পাল৷

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে৷ রাস্তা সংস্কার হয়ে গেলে এলাকার জনগণ উপকৃত হবেন৷

বিধায়ক বলেন, উত্তর করিমগঞ্জের মধ্যে একমাত্র এই দু’টি গ্রামীণ সড়ক দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল৷ বেহাল রাস্তায় যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে জনগণকে৷ কাজ সম্পন্ন হওয়ার পর এই সমস্যার সমাধান হয়ে যাবে৷ রাস্তা দু’টির সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ আজ রাস্তার সংস্কার কাজের সূচনা করা হয়েছে৷

উপস্থিত ছিলেন অমিত স্বামী, আশিক আলি, প্রতাপ দাস, দিলীপ দাস, আব্দুল করিম, মইনুল ইসলাম, মাহবুবুর রহমান, সামসুল হক প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button