দুর্ঘটনায় জখম সাংবাদিক মৃণাল সরকার
করিমগঞ্জ : দুর্ঘটনার শিকার সাংবাদিক মৃণাল সরকার৷ গুরুতরভাবে জখম তিনি৷ দুর্ঘটনার প্রভাব এতটাই যে তাঁর হাতের একটি আঙুর কেটে ফেলতে হয়েছে চিকিৎসকদের৷ বর্তমানে তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বারইগ্রাম এলাকায়৷
জানা গেছে, স্কুটি চালিয়ে শহর থেকে বারইগ্রাম বাড়িমুখো যাচ্ছিলেন মৃণাল৷ হঠাৎ দ্রুতগতিতে থাকা একটি মোটরসাইকেল চালক ওভারটেক করতে গিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে৷ এতে মৃণাল সহ বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে৷ অল্প সময়ের মধ্যেই উঠে দাঁড়ায় ঘাতক ওই চালক৷ তবে মৃণাল রাস্তায় কাতরাতে থাকলেও তার দিকে সাহায্যের হাত না বাড়িয়ে সে বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এদিকে লোকজন জড়ো হয়ে মৃণালকে স্থানীয় হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ তাঁর সবচেয়ে বেশি চোট লাগে আঙুলে৷ অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে তাকে শিলচর মেডিক্যালে পাঠানো হয়৷ তবে শিলচরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন মৃণাল৷ কিন্তু তাঁর আঙুলটা আর রাখা যায়নি৷ চোট এতটাই মারাত্মক ছিল যে চিকিৎসকরা তাঁর ডান হাতের কড়ে আঙুল কেটে ফেলতে বাধ্য হন৷ মৃণাল বর্তমানে সুস্থ বলেই জানা গেছে৷