দুল্লভপুর মাইনোরিটি এলাকায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজয় মালাকার
রামকৃষ্ণনগর : শুক্রবার দুল্লভপুর সিংলা নদীর বাঁধ পরিদর্শন করে সেখান থেকে আসার সময় এলাকার মাইনোরিটি মানুষরা এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে বিধায়ক বিজয় মালকারকে প্রথমে মালা পরিয়ে ও পরে উত্তরীয় দিয়ে উষ্ণ সংবর্ধনা জানায়৷ এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বিজেপি কর্মীদেরও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায় এলাকার মাইনোরিটির সাধারণ মানুষ৷ পাশাপাশি এলাকার সাধারণ মানুষ বিধায়ককে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷
বিধায়ক তাদের আশ্বস্ত করে বলেন, সবকিছু তো একসাথে হবে না৷ আমাকে একটু সময় দিন৷ আস্তে আস্তে সবকিছু হবে৷ এরপর এলাকাবাসী বলেন, এতদিন রাতাবাড়ি কেন্দ্রে বহু বিধায়ক এসেছেন, কিন্ত বিধায়ক বিজয় মালাকারের মতো কেউ কাজ দেখাতে পারেন নিন বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থেকেছেন৷
সাথে ছিলেন বিজেপি রামকৃষ্ণ নগর মন্ডল সভাপতি বিশ্বতোষ সেন, সহ-সভাপতিদ্বয় নুপুর সাহা ও দেবাশীষ দত্ত, আনিপুর ও রাতাবাড়ি জিলা পরিষদের প্রাক্তন সদস্য যথাক্রমে হেলাল আহমেদ খান ও আশীষ নাথ, মাইনোরিটি মোর্চা মন্ডল সভাপতি বিলাল উদ্দিন, সহ সভাপতি গুলজার হুসেন চৌধুরী, আলিম উদ্দিন সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।