দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ১১ নভেম্বর : শনিবার দেশবাসীকে দীপাবলির আগেই শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তার শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, দীপাবলি উপলক্ষ্যে আমি, ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
এদিন তিনি তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, দীপাবলি আনন্দের উত্সব।এটি অন্ধকারের ওপর আলোর জয়, মন্দের ওপর ভালো এবং অন্যায়ের ওপর ন্যায়ের প্রতীক হিসেবে পালিত হয়। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ এই উত্সব পালন করে থাকে। সকলেই এই উত্সবে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এই উত্সব উদারতা, ইতিবাচকতা এবং সমৃদ্ধির প্রতীক। দীপাবলির উত্সব আমাদের বিবেককে আলোকিত করে এবং মানবতার কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। রাষ্ট্রপতি বলেন, একটি প্রদীপ অনেক প্রদীপ জ্বালাতে পারে। একইভাবে, দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সুখ ভাগ করে নেওয়ার মাধ্যমে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনতে পারি।
তিনি বলেন, আসুন আমরা সবাই নিরাপদে আলোর উত্সব উদযাপন করি এবং পরিবেশ রক্ষায় অবদান রেখে দেশ গড়ার অঙ্গীকার করি।