দোহালিয়া বন কর্মীদের হাতে বাজেয়াপ্ত লালমাটি বোঝাই ডাম্পার

পাথারকান্দি : পাহাড় কেটে লালমাটি পাচার রুখতে মাঠে নেমেছে করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অধীন দোহালিয়া রেঞ্জ।
আজ শনিবার এএস ১০ সি ২৪৫৩ নম্বরের একটি ডাম্পারে লালমাটি বেঝাই করে পাচারের খবর পেয়ে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই, বনকর্মী দিলোয়ার হোসেন ও হরসিং ইংতি ফরেস্ট প্রটেকশন বাহিনীকে সঙ্গে নিয়ে স্থানীয় দলগ্রামে হানা দিয়ে ডাম্পারটি আটক করেছেন।
তবে সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে গেছে। পরে লালমাটি বোঝাই ডাম্পারটি নিয়ে আসা হয় দোহালিয়া রেঞ্জ অফিস চত্বরে।
এ ব্যাপারে রেঞ্জ অফিসার প্রণব কলিতা জানান, ডাম্পারের মালিক ও চালককে খুঁজে বের করে তাদের নামে সরকারি রাজস্বযুক্ত লালমাটি কেটে পাচারের অভিযোগে জরিমানা আদায় করা হবে। পাশাপাশি বন বিভাগের এ ধরনের অভিযান অব্য়াহত থাকবে বলে জানান তিনি।