Barak Valley
নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মানবশৃঙ্খল
করিমগঞ্জ : নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে মানবশৃঙ্খল তৈরী করা হয় সোমবার৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে SVEEP সেলের অধীনে এই কর্মসূচি আয়োজিত হয়৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করে৷
শহরের MMMC School, Nilmoni School, Babyland School, Rowlands School, শিশু নিকেতনের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী৷ Drone Camera-র সাহায্যে ছাত্রছাত্রীদের মাধ্যমে SVEEP শব্দটি মাঠে প্রতিফলিত করা হয়৷ মাঠে জেলা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন SVEEP সেল i/c রূপক মজুমদার৷