EntertainmentBarak Valley
নন্দিনীর কৃষ্ণচূড়া উৎসব সম্পন্ন করিমগঞ্জে
করিমগঞ্জ : বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ২৪তম কৃষ্ণচূড়া উৎসব করিমগঞ্জে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে৷ স্থানীয় বিএড কলেজে ছোট পরিসরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়৷ সেখানে নৃত্য পরিবেশন করেন গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয় ও নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা৷ একক নৃত্য পরিবেশন করেন তানিয়া ভট্টাচার্য৷ একক সঙ্গীতে ছিলেন সারণ্যা সর্দার, ঋতুর চক্রবর্তী, রাজলক্ষ্মী দাস৷ তবলায় ছিলেন সুরজ চক্রবর্তী, মন্দিরায় ছিলেন বিষ্ণুপদ নাগ৷ আবৃত্তি করেন সুস্মিতা দাস, শিশু শিল্পী দেবদত্ত ও দত্তাত্রেয় দাস, শর্মিষ্ঠা বিশ্বাস, বিপ্রজিৎ মহন্ত৷ এদিন সুশান্ত ভট্টাচার্য স্মৃতি কবিতা মঞ্চে প্রায় ৩০ জন কবিতা পাঠ করেন৷